ধানের সবুজ শিশু আগামী দিনে প্রবীণ
মাঠের থেকে মাঠের যেন সবুজ আকাশ,
দক্ষিণ বাতাস এসে চুপসে দেয় আভাস
কোণঠাসা হয়ে শীত উসখুস ভুলে বিকাশ।
প্রজাপতি দম ছেড়ে বেরিয়ে পড়েছে মাঠে
ঘুঘুর নব জাতক শিশুর কান্নার ডাকে,
ছুটে আসে দূর থেকে ঘুঘুদের মাতাপিতা
লাল শালিকের স্ত্রী খুঁজে প্রিয়তমা টাকে।
বুঝি বসন্ত এসেছে কৃষ্ণচূড়া ঘুম ভেঙে
সাজাবে বৃক্ষ শরীর কোকিল ডেকে জানায়,
গাছের পাতার কাছে পৌঁছে গেছে বার্তা
মেহগনির শরীরে হাত গুলো ঝরে যায়।
শীতের অসভ্য ব্যথা থর থরে কাঁপা থেকে
হঠাৎ দক্ষিণা বাতাস দরজায় কড়া নাড়ে
টের পায় বৃক্ষ লতা বসন্ত দুয়ার থেকে
নতুন করে বাঁচার জানান দিয়েছে তারে।