ফেসবুক খুলে আজকাল মেয়ে চুপচাপ তাতে ঢুকে,
পড়াশোনা ভুলে বন্ধুর খাতিরে থাকে যেন মহা সুখে.......
তখন বন্ধু ধীরে ধীরে তাকে কথা কয় খুব রসে,
মেয়েটা তখন ভালোবাসা বুঝে মন দিয়ে তার কষে।
জানে না, বাবা মা ! করে কি মেয়েটা? ফোন কিনে দিলো যাকে
কার সাথে মিশে!! সারাদিন ভর, কাকে নিয়ে বসে থাকে
দিন রাত প্রেমে, হাবুডুবু খায় করে দেখা নির্জন,
বর আর কনে মিলনের যেন সন্ধির মধু ক্ষণ।
কেউ কেউ আহা মিলন ঘটিয়ে রিলশন করে ইতি
প্রেমের সমাধি সেইখানে ঘটে হয়ে যায় সব স্মৃতি।
কেউ কেউ হায় প্রেম অজুহাতে করে যায় মোলাকাত
মজা নেয়া শেষ ব্রেকআপে মুখে থাকেনা যে একসাথ।
কেউ কেউ যেন বিয়ে করতেই হাতে দিনক্ষণ গোনে
মনের ভেতর সুদিন আসার হয় মনে বীজ বোনে..........
কারো কারো যেন রিলেশন যদি পরিবার জেনে যায়
ঝড় তুফানের সিগন্যাল দিয়ে সব শেষ হয়ে যায়.....
কারো কারো যেন জোর করে বাবা বিয়ে দেয় তাকে অন্য
অতীত জানলে জামাইর চোখে সন্দেহ নামে বর্ণ।
সারাদিন তাকে চোখে চোখে রাখে অবশেষে ছাড়াছাড়ি
একবুক ব্যথা কাটে নিরবতা হৃদয়েই তরবারি......
ডিভোর্স শেষে প্রেমিকে দুয়ারে যদি যায় মেয়ে ফিরে
জীবনের খেলা নানা রঙ মেলা প্রেমিক না আর ঘিরে।
কেউ কেউ আহা প্রেমিকার হাত যেই ধরে যায় পালিয়ে
সব দুখ সহে জীবনের কাছে বাঁচার আলো জ্বালিয়ে।
ঠুলা ঠূলি বাজে দুই জনে খুব ডিভোর্স দেয় গিয়ে
ভালোবাসা নাকি একদিন ছিলো করেছিলো তারা বিয়ে।
কারো কারো যেনো বিপরীত কিছু ভালো থাকে দুই জনে
তাদের জীবনে স্বার্থক ভাবি পৃথিবীর এই ক্ষণে।
ভালোবাসা আছে ভালোবাসা রবে প্রতারণা তবে কেন
মিটে যাক যেন সকল বাধাকে হৃদয়ের লেনদেন।