আকাশ থেকে পশলা ঝরে
নাওয়ে তরুলতা,
নাওয়ে মাঠে নাওয়ে গরু
ডুবে ঘাসের পাতা।
আকাশ জুড়ে মেঘের শাসন
অস্ত্র হলো মেঘ,
ছুঁড়ে মারে জলের ফোটা
সাথে বায়ু বেগ।।
আছে কঠিন বজ্রপাতের
বুক কাঁপানো ডাক,
মারছে ছুড়ে মস্ত ঠাডা
কাঁপাচ্ছে বেবাক।
জলের তলে যাচ্ছে ডুবে
হচ্ছে গভীর স্রোত,
বর্ষা কালে শাসন বারন
শত্রু মেঘের রোদ।
ব্যাঙের গায়ে জ্বর হয়েছে
লাগছে নাকে সর্দি,
ওষুধ দিচ্ছে ঘ্যাঙ কমাতে
ডাক্তার আলী বর্দি।