বন্ধু মানে কথা আছে তোমার সাথে আমার,
বন্ধু মানে তোমার প্রতি একটু-টেক কেয়ার।
বন্ধু মানে দুঃখ সুখের কথা করি শেয়ার,
বন্ধু মানে কথা গুলো বিশ্বাস করে নেয়ার।
বন্ধু মানে তোমার প্রতি অনেক অভিমান,
বন্ধু মানে তোমার জন্য সারাক্ষণে টান।
বন্ধুর মানে তোমার মাঝে নেইতো অন্য ভাগ,
বন্ধু মানে তোমার প্রতি আমার অনুরাগ।
বন্ধু মানে বন্ধুর দুঃখে আমার চোখে জল,
বন্ধু মানে বন্ধুর জন্য একটা উপায় বল।
বন্ধু মানে যখন তখন তাকে করি খোঁজ,
কেমন আছো কোথায় আছো বলি তারে রোজ ।