স্বপ্ন নিয়ে জন্মেছি মা ভাত দে মা পেটে আমার ক্ষিধে,
বৈষম্য কেন তোমার কোলে দুঃখ কোথায় বিধে।
স্বাধীনতায় শ্রদ্ধা মাগো দেশটা তোমার গোটা,
সব অধিকার কে নিয়ে যায় দিয়ে নানা কোটা।

অসচ্ছল সেই নারীর জন্য কোটা যদি থাকে,
তাদের তরে ন্যায্য দাবি তাদের তরে রাখে।
সব নারী কি অসহায় ভাই সব পুরুষ কি সবল?
অজুহাত না ধর্ম দোহাই পরছে কিসের কবল?

যে পুরুষে চাকরি পায়না তার ওয়াইফের অভাব,
সে পুরুষের মায়ের কান্নার কে দিবে তার জবাব।
সে পুরুষের ঘরের মানুষ তারা নারী নয়?
নারী পুরুষ ভিন্ন করে কারা দেখায় জয়?

মেয়ের বাবার যার টাকা নাইতাকে কি আর পড়ায়,
অল্প দিনে বিয়ে সাদি তার কপালে গড়ায়।
কেমনে তাইলে কোটা দিয়ে নারীর করলে ধন্য,
দেশটাকি ভাই আমাদের নয় আমরা কিসের জন্য।

কোটার জোরে চাকরি দিলেন তাদের আর্থিক চড়া,
কেমন করে অসহায় সেই  নারীর তরে গড়া।
কত দিকে জালিয়াতি অজুহাত আর কত!
যুগে যুগে এই বাঙালির কত হলো গত?
নারী পুরুষ সমান তালে এগিয়ে যেতে চাই,
পুরুষকে কেন পিছিয়ে দিয়ে স্বার্থক কিছু নাই।