বৈশাখ যেন ধানের ক্ষেতে
বুক চিতিয়ে হাসি,
আকাশ জুড়ে তুলোর মত
মেঘের ভাসাভাসি।

বৈশাখ এলেই বাংলার কোলে
সেই ইতিহাস ঘোরে,
মেলায় যাওয়ার উল্লাস তাই
নববর্ষের দোরে।

শান্ত নদীর উপচিয়ে আজ
জোয়ারের চাপ তোলা,
খেয়াল খুশির ঘুম ভাঙিয়ে
ঢেউয়ের হাজার দোলা।

বৈশাখ এলো ঐ কৃষাণির
নতুন দিনকে গোনা,
বাংলা আমার আমি যে তার
বাংলা জানাশোনা।

বৈশাখ যেন পান্তা-ইলিশ
মায়ের হাতের রান্না,
চৈত্র শেষে মাটির উপর
আকাশ নামা কান্না।