ঝুড়ি ঝুড়ি বই সমাহার স্টল স্টল ভরা,
নতুন বইয়ের গন্ধে বিভোর আমিও ফুরফুরা।
এমন একটি বই খুঁজেছি হবে আমার পড়া,
যদি মুছে মনের খরা দুঃখ গ্লানি ঝরা।’
মৌ মৌ সেই গন্ধ আসে বই মেলারই থেকে,
কেমন করে ঘরে থাকি এমন সুবাস রেখে।
এত বইয়ের উৎসব দেখে হলাম আত্নহারা,
একটি বইয়ের একটি লেখা মনের উপর চড়া।
সেই লেখাতে মন জাগাবে সূর্য উঠবে মনে,
যদি মেলে আত্মবিশ্বাস জীবনের এই ক্ষণে।
কেউ বলেনি পথ চলাটা জীবন যুদ্ধের পাড়ে,
একটি লেখায় কারো জীবন বদলে যেতে পারে।
এত এত বইয়ের মাঝে কোনটা হবে ভালো,
কোনটা আমায় মনের ঘরে দিবে সন্ধ্যার আলো।
খুঁজতে খুঁজতে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি,
ভালো একটি বই যে এমন রত্নের চেয়ে বেশি।
রত্ন ভাণ্ডার যায় কি পাওয়া গুপ্ত ধনের খনি,
বই ভিতরে থাকতে পারে সোনা হীরার মনি।
কত জীবন বদলে গেছে একটি লেখা পড়ে,
এমন একটি বই দেন আমায় একটু কষ্ট করে।
প্রকাশনা দিল আমায় এমন একটি বই,
পড়তে গিয়ে পালাই পালাই বইটি রেখে তই।
বইয়ের মাঝে খুঁজছি শুধু রত্নে সোনার খানা,
রত্ন হীরা কিছু তো নাই বক বকানি টানা,
লেখা নাকি ভুড়ি ভুঁড়ি হাগু আর পায়খানা।