বসে আছি ঘরে ভাবি আনমনে
সাথে কেউ নাই!!
হঠাৎ বাইরে তাকিয়েই দেখি
আছে ডোবা জল বৃষ্টি বাদল
রোদ উঠে নাই।
আহা একি ঝরে সারাদিন ধরে
বৃষ্টি বাদলে হয়েছে মিতালী
জলে সংঘর্ষ স্যাঁতস্যাঁত কাঁদা
পথ গুলো হলো যেন বেখেয়ালি।
বাইরে কেবল জলে দলবাজি
জলাশয় কাঁদা করে টুপটাপ,
জলের মিছিলে পাতা যায় ভেসে
জল আর কাঁদা খেয়ে যায় খাপ।
আকাশের চোখে তাকালেই দেখি
মেঘে মুছে গেছে নীলের সৃষ্টি
হঠাৎ হঠাৎ ডাকে অন্ধারে
আজকে বন্ধু হয়েছে বৃষ্টি।।
সারাদিন খেলে জানলার কাছে
এসবের মাঝে আমি একা নই
সাথে আছে মেঘ বৃষ্টি বাদল
জনভীর ছেড়ে ঘর জুড়ে রই।