বায়ুর সাথে জলের খেলায় বৃষ্টি আসে ক্ষেতে ক্ষেতে
বৃষ্টি আসে জল ছিটিয়ে বৃষ্টি আসে মাঠ ভেজাতে।
নদীর সাথে গভীর প্রেমে মেঘ জমেছে সারা আকাশ,
মেঘ জমেছে আধার ঘন বৃষ্টি আসে ছুটছে বাতাস।
পাহাড় ভিজায় বন ভিজিয়ে ঝর ঝরিয়ে গোসল করায়
বৃষ্টি আসে শুকনো মাঠে বৃষ্টি এলো চৈত্র খরায়।
বৃষ্টি আসে অবেলাতে বৃষ্টি আসে বেলায় বেলায়,
বৃষ্টি আসে সকাল দুপুর বৃষ্টি আসে সন্ধ্যা বেলায়।
বৃষ্টি নামে রোদের পরে বৃষ্টি আসে মেঘের পরে
বৃষ্টি আসে রাতের ঘরে বৃষ্টি আসে হঠাত্ করে।