বিশ্ব দুয়ারে জাল পাতা হলো
জালে আটকায় সকল মানুষ আর ডুবে থাকে!
মস্ত একটা পেটেও রয়েছে ,রয়েছে মুখও
সাবার করেছে পকেটর রুচি ফুঁড়ে একে একে।
সকল মানুষ অসুস্থ ন্যায়ে মাতোয়ারা হয়ে
আটকে গিয়েছে অর্থ বিলিয়ে প্রশস্ত- বিনোদনে
এই অর্থটা কতটা শ্রমে ভুলছে মানুষ
তোমার অর্থে বিশ্ব ধনীর শীর্ষ কাতারে এখন।
মানুষ কে চুষে এক জাল পেতে পকেট ভরছে
দুয়ারে এমন অনেক জালের বিস্তার হয়ে
বোমা ফোটাচ্ছে সহজ উপায়ি চুষার ধান্দা
মানুষর টাকা ছিনিয়ে নেওয়া কৌশল মাত্র।
ফেসবুকে তুমি কতটুকু সেবা দিয়ে কত নেও
সুফল দিকের চেয়ে ঝুঁকে গেলো একদল লোক
নেশা আসক্ত যেমনি কুফল যে আবির্ভাব
মানুষের কাছে অভিশাপ হয়ে ঝুকেছে মানুষ।
এই জালে কত নেশায় মত্ত বুঝবেনা মানুষ
যখন তখন ঢুকে পরে নিজ কোন অকারণে
ছেলেমেয়ে গুলো নষ্ট গোড়ায় পৌঁছে গেছে
অসুস্থ এক সমাজে গড়ার সময়ের বাকি।