রুহুল বলল হুকুম করেন
শত্রু বিমান ঘাঁটি,
ক্যাপ্টেন বলে মিত্র বাহিনী
ভারত আগত পাটি।
দৃশ্যপট্য উল্টো ঘটলো
গোলা বর্ষণ ছুড়লো,
মুক্তি কামির পদ্ম জাহাজ
ধ্বংস হয়েই পুড়লো।
মুক্তিযুদ্ধা পলাশ জাহাজে
অদম্য তায় লড়ে,
পাল্টাপাল্টি গুলি বর্ষণে
যায়নি শত্রু সরে।
তারপর ওই পলাশ জাহাজে
মেশিনে আগুন ধরে,
রুহুল আমিন একটা যে হাত
ছিন্ন হয়েই পরে।
পলাশ যখন ডুবেই যাচ্ছে
রুপসা নদীর বুকে,
এক হাত ভরে রুহুল আমিন
ঝাঁপ দেন সম্মুখে।
রুপসা নদীর সাঁতরিয়ে ঢেউ
উঠেছিল ঘাটে আহরে!
ওই ঘাটে যেন রাজাকার এসে
নিষ্ঠুর হাতে মারে।
চির শ্রদ্ধা দেশ প্রেমিক শহীদ বীরশ্রেষ্ঠ
রুহুল আমিন...