হঠাৎ করে কোথায় যেন ছেড়ে গিয়েছে বাড়ি,
আর ফেরেনি ঘরের কোণে নিরুদ্দেশ তারই
বাবা ছিলেন হাবিলদার খুঁজে ছিলেন রোজ,
কোথায় থেকে কেউ দিলো না একটু তার খোঁজ।
যখন তার সৈন্য পদে চাকরি খানি হলো,
বাবা মা তার ঘরের কোণে খোঁজখবর পেলো।
দেশের বুকে যুদ্ধ শুরু পাকের মুখে লোক,
ছেলে তখন সেনাবাহিনী দিয়ে ছিলই যোগ।
গোলা গুলির শুরু হইলো শত্রু মুখোমুখি,
নিরাপদে পাঠায় সাথী একই নিলো ঝুঁকি!!
সাহস আর দেশের পণে ঝাঁপিয়ে পরে রুখে,
বুলেট তার ফুরিয়ে গেলে লুটে মাটির বুকে।
খবর এলো হঠাৎ করে আর যেওনা নিদ,
তোমার ছেলে দেশের তরে হয়ে গেছে শহীদ।
আর হলো না বাড়ির ফেরা বাবার ছেলে জ্যেষ্ঠ,
সেই ছেলেটি বাড়ি ফিরলো হয়ে-বীরশ্রেষ্ঠ।