পরের শরীরে মেরেই চাবুক করো নিরবতা,
নিজের শরীরে মারো এইবার দ্যাখ কত পাও ব্যথা।
তোমার শরীরে রক্ত মাংসের যেমনি চলছে গতি,
একই রক্তে করেছ আঘাত বুঝকি পরের ক্ষতি।
পরের শরীরে কুপিয়ে জখম করেছে যখন লাল,
নিজের শরীরে মারো এইবার দেখো হয় কি বেহাল??
পরের শরীর বলে পাওনি যে একটু নিজের টের
বুঝবে সেদিন পাপে তোমারই ফুরাবে যখন সেরা।
এই
পথে তুমি
মারো বুকে লাথি কত লাগে তার ব্যথা,
-
এই
ভেবে হাসো
খুশিতে জিতছ ভেবো না তোমার জেতা।
পরের যখন মেরেছ জুলুমে এইবার মরো নিজে,
কেমন লেগেছে মরার সময় বুঝ এইবার কি যে।
যাদের রয়েছে অনুভূতি দেহ প্রাণ নিয়ে চায় বাঁচতে,
তাদের কখনো মেরোনা মানুষ দয়া আল্লার ওয়াস্তে।
পরের শরীরে মারো কিল ঘুষি বুঝেছ কেমন কষ্ট
এইবার মারো নিজের শরীরে বুঝতে পারবে পষ্ট।
পৃথিবীর যত জুলুম কারিরা হয়েছে পতন তবে,
তুমি যে আবার রক্ষা পাইবে বুঝলেই সেই কবে।
ইচ্ছে করেই ঠাণ্ডা মাথায় করো যদি ক্ষতি যার,
তওবা করেও পাইবে না মাপ প্রভু সান্নিধ্য তার।
নিজের শরীর যেমন বুঝেছ পরের শরীরে দেখ,
নিজের শরীরে যেই অনুভব পর শরীরও এক।