শিকড় গেঁথে আশ্রয় খুঁজে
ভর করেছে লতা,
পেঁচিয়ে ধরছে বৃক্ষের শরীর
গ্রাস করেছে তথা।
আস্তে আস্তে ডালপালা সব
করেছে জোর জবর,
যত্নে গড়া সবুজ বৃক্ষ
শ্বাসরুদ্ধ স্থাবর।
শ্রমে গড়া বৃক্ষের শরীর
দেখে না আর ভোর,
কোথা থেকে এল লতা?
আঁধার ঘনঘোর!
পরিচর্যার মালি কোথায়?
করবে কে তার দমন,
নিঃশেষ হল বৃক্ষের জীবন
ফলনের আগমন।