বীরত্ব গাঁথা দূরত্ব থেকে জাতি বিভ্রাট,
বিজয় দেখছি বহুকাল পরে এই-মাঠঘাট।

বিজয় আসে কী? সুদুরবুদুরে
কোন্ ছেলেখেলা নিয়ে,
বিজয় এসেছে রক্ত খুনের
লাশের উপর দিয়ে।

জ্যান্ত শকুন ছিঁড়েবিড়ে খেল
বাঙালির কত লাশ,
লাশের মিছিল ঘেঁষে উঠেছিল
নদীর দুইটি'পাশ।

দুরূহ ব্যথায় কত দুর্বিষহ
কাটিয়ে উঠল ভোর,
বাঙালির ধারে প্রিয় স্বাধীনতা
খুলল বিজয় দোর।