কাঁচা ঘেরাটোপে শীতলতা দোলা,
উপভোগ করি বিজয় সুফলা।
পাখির তলবে প্রাতঃকাল সুরে,
লিখি বিজয়ের কথা ঘুরে ঘুরে।"
"মাঠে-ঘাটে দেখি রঙ তুলি আঁকা,
ছড়িয়ে পড়েছে জাতীয় পতাকা।
প্রজাপতি ডানা রাঙিয়ে উদয়,
শাপলায় ফোটে স্বাধীনতা জয়।
"নদীর বুকেতে খেলেছে ছন্দ,
ঝর্ণাও ডাকে নিজ আনন্দ।
বৃষ্টির স্নেহে দূরে ফাঁসফাঁস,
পেয়েছি বাঙালি নব ইতিহাস।"