ছেড়ে যেতে হবে এটাই নিয়ম
যার কাছ থেকে,
কতকি মায়ার বন্ধন ছিড়ে
বিদায় আমাকে দেখে।

বিদায়ের বানী বার বার করে
আমাকে শোনায় জেরে,
রেখে দেয় নাযে দূরেই পাঠায়
নিজের সবটা সেরে।

গুছিয়ে নিয়েছি দুঃখ বেদনা
স্মৃতির একটি মুঠো,
গুছিয়ে নিয়েছি যতটুকু ছিল
হৃদয়ের খরকুটো।

বুকচাপা শ্বাস এক নিশ্বাস
অশ্রু সিক্ত মুখে,
হাঁটা ধরলাম দুঃখিত হয়ে
শত ব্যথা মনে ঢুকে।

এইভাবে আমি ব্যথিত হৃদয়ে
যতবার দূরে সরি,
হঠাৎ আবার পিছু ডাক দিয়ে
বুকেতে মেরেছে ছুরি।

এইভাবে আজ ক্লান্ত শরীর
বিশ্বাসে হলো খুন,
এইভাবে মেয়ে ঠকিয়ে কাঁদিয়ে
ভালো থাকে শতগুণ।।

সরল মনেই তাকে চেয়েছি যে
তখন বুঝিনি এতো প্যাচগোছ,
হারিয়ে গেলেই আচ্ছা বকেছি
বুঝতে পারিনি তাকে রোজ রোজ।