জুলাই বিপ্লব চব্বিশ সালে
ইতিহাসের সেরা কালে
সোনার বাংলা চাই,
বৈষম্য হীন রাষ্ট্র গড়ার মুখে,
দিয়ে ছিল সকল বাধা রূখে
জীবন দিলো তাই।
চব্বিশ সালের এই অবদান
বাঙালি যে করবে সম্মান।
সূর্যের আলোর দিন,
চব্বিশ যুগ এ্যার শ্রেষ্ঠ সাল,
তোমায় মনে ঠাঁই চিরকাল।
হবে না আর মলিন।
চব্বিশ তুমি দুঃখ সরিয়ে
আলো আনছ রক্ত গড়িয়ে
তোমার জন্য ঠাঁই,
বিপ্লবী সাল আনলে বহাল,
তোমার ভেতর দেখছি সকাল
জাগ্রত ভাই ভাই।
চব্বিশ জাতির ধরছে হৃদয়
তুবু তোমার দিব বিদায়
পঁচিশ আসে ঐ
পেছন ফিরে তাকিয়ে দেখি
অতীত ছিল সুন্দর সে কি।
স্বপ্ন পেতে রই