নারী আপনার সম অধিকার
কাম্য যখন ছিলো,
এগিয়ে যাবেন সমান গতিতে
কে বেশি সুবিধা দিলো!
কার কপালটা পুড়লেন হেসে
চাকরি পেলেন মিলে,
খরচ করলে বাবার অর্থ
জামাই সুবিধা নিলে,
এ কূল গড়লো ওকূল ভাঙ্গে
এইতো নদীর খেলা,
এটা তো নয় যে হাতের বেলায়
নির্মম হবে বেলা।
নারী আপনার ঘরের ভাইটি
চাকরি পায় না ঘরে,
আপনার বাবা টেনশন নিয়ে
বালিশে হেলান ধরে।
নারী আপনার সম অধিকারে
বেশি অধিকার পান,
কয়জন লোকে কপাল ভেঙ্গে
একটু বলেই যান।
সমান সমান অধিকার দিয়ে
এগিয়ে যাওয়া কাম্য,
কম বেশি দিয়ে স্বীকার না হয়
যতটুকু বৈষম্য।
আগে ছিলো সেই আদিম যুগের
মত প্রকাশের বাধা,
সবখানে আজ প্রযুক্তি থেকে
মুছে গেছে সব কাঁদা।
হেলার চাদরে নারী জাতিদের
সবখানে ছিলো ঢাকা,
প্রযুক্তি এসে উমুক্ত হলো
বিচরণ হলো ফাঁকা।
চোখ খুলে আজ বাঁচতে শিখেছে
চিনেছে নিজের রাস্তা,
বেশি অধিকার দিয়েছেন বলে্
ছেলেরা হারায় আস্থা।