আমি এক টাই কূল ভাঙা ছেলে
কতবার আমি ডুবেছি এমন?
শনির দশাতে কুনজর গেছে
নিভছে স্বপ্ন যা ছিলো বপন।
ব্যর্থতা নামে নাই ছিলো রস
লাগেনি খাওয়া তার ঔষধ,
আমার কপালে চুম্বুক হয়ে
জোঁক এসে তার খায় শরবত।
প্রিয় মানুষের মুখ খানি গেলো
যা ছিলো গোছানো হলো এলোমেলো,
যতটা তাড়াই হু হাঁ হুঁশ করে
পিছ ছাড়ে না যে এই যে কি হলো!!
শুরুটা করেছি ব্যর্থতা হীনে
মাঝখানে ওহ্! একি কি যে হলো?
যেখানে দেখছি অশ্রু লগন
নদী হয়ে তার ডুবিয়ে ফেললো।