তোমার কাছে ব্যর্থ হবার পরে
সব কিছুতে ব্যর্থ এসে কেনে পায়ে ধরে,
কি অপরাধ কি বিচ্যুতি
সারা শরীর যাচ্ছে পুড়ে ব্যর্থ কালা জ্বরে।
আসছো নাকি ভাঙতে আমায়
গড়লে নাতো কিছু,
গড়বে জেনে অনেক করে
ছিলাম যখন পিছু।
ভাঙছো কেনে হৃদয় পাজর
যা ছিল যা আঁকা,
ভেঙে দিয়ে পালিয়ে গেছো
মনের সকল শাখা
এখান সেখান যেথায় ছুটি
ঠকি কেবল ধ্যানে,
ঠকিয়ে এখন ঠকা রাস্তায়
নামিয়ে দিলে কেনে?