এখন আমার ভাতের দাবি
পেটের ক্ষুধা ঘরের বোঝা,
কোথায় যাবো কি খাবো ভাই
কথা খানি বলা সোজা।
মা হারা ঘর সবাই যে পর
কেউ দেখে না থাকছি একা,
দেখছি একা চলছি একা
না আছে ঐ পথের রেখা।
এখন আমার ভাতের দাবি
একমুঠো ভাত বড্ড প্রিয়ো,
কে এনে দেয় কোথায় খুঁজি
কার দুয়ারে খবর নিয়ো।