একাত্তরের রক্তের কথা
ভুলতে যারাই পারে,
চব্বিশ আর  ভুলতে তাদের
বেশিক্ষণ লাগে নারে।

শহীদ চেতনা মুখেই ঝরছে
দিবসে দিলেন ফুল,
কাজের বেলায় দুর্নীতি নিয়ে
অনিয়মে সব কূল।

বেইমান জাতি যুগে যুগে যদি
খেয়ে যায় তবে মার,
বুঝবে তখন পাওনা ওদের
পুড়ে হোক ছারখার।