ঈদ মোবারক হিত মোবারক স্মিত মোবারক ডাকে
অবুঝ শিশুর মুখ মোবারক অশ্রুতে টল টলে,
সব মোবারক বিফলে গিয়েছে জীবন যুদ্ধে থেকে
ইদ মোবারক দুঃখ মোবারক সকল টাকার তলে
গরিব শিশুর কম দামা জামা বলিস না সেই কথা
অবুঝ শিশুটি সেটা বুঝে নাকি? কম বেশি ধরে কিসে,
কোনো কোনো বাবা জোগাতে পারেনি ইদের নতুন জামা
ইদ মোবারক দুঃখ মোবারক বেদনা ভরাট বিষে।
ইদ মোবারক প্রীত মোবারক হৃদ মোবারক মাঝে
সব মোবারক নিদ মোবারক ছাই হয়ে যায় দিনে
মাঠ মোবারক বাঁশি মোবারক অজুহাত দেয় কাজে
কেনার জন্য শত অনুরোধ দেয়না তবুও কিনে...........
সাত আসমান থরথর কাঁপে গরিব ভাইর দুঃখে
সাত চেরাকেও খুশি হবে কেউ এমন দিনের কাছে
কপাল পোড়ার গন্ধ পাওনি কপাল পুড়েছে তবে
সাথে পুড়ে গেছে মনের তৃপ্তি যেন সব বিশ্বাসে......