বাতাস এবার উদাস হলো উত্তর দিকে বইছে বাতাস
দক্ষিণে মোর জানলা খোলা
আশার কাছে হোঁচট খেয়ে পঙ্গু হয়ে আছি আমি
মনের কাছে দুহাত তোলা......।।
বাতাস এবার নয় ছয় জানে ওই গ্রামের সিটার যেমন
কখন যে আর কোন দিকেতে ছুটে মনে
যায়না বুঝা মতি গতি হয়তো কারো লাভের বোঝা
কারো পায়ে কুড়াল মারা সেই লগনে............।
বাতাস এখন রসের খেলা বহু জানে সিটার বাতাস
ওরে বাটপার ওরে সিটার কেমনে পারিস?
চুপ করে রয় মুখ করে রয় খুব করে রয় পালিয়ে বেড়ায়
জোরসে ছুটে আস্তে ছুটার জানে হাদিস .........
মোঃ মুসার লেখা
শশীভূষণ চরফ্যাশন ভোলা ।
মোঃ মুসার কবিতা পড়তে গুগল সার্চ দিন