মনে হচ্ছে ফিরে আসছে ঐ উগান্ডার বাসী,
যেমন গড়ন তেমন কাজে হিংস্র ক্ষেতের চাষী।
সাথে আছে কল্লা কাটার দুর্ধর্ষ এক জঙ্গি,
ম্যাঙ বিড়ালের ভান ধরেছে সবার দৃষ্টিভঙ্গি।
পূর্ব জাতির ইতিহাসে স্মৃতিচারণ করলে,
আবু জাহেল আবু লাহাব যেমনি জীবন গড়লে।
আগের যুগের আবু লাহাব ছিল মরুভূমিতে,
একি জুলুম এই বাড়িতে নজিরবিহীন জুমেতে।
আবু লাহাব যেমনি করে লেলিয়ে দিলে স্ত্রী,
হাউন তেমন লেলিয়ে দেয় তারই ঘরের স্ত্রী।
অন্য জনে বুঝবে কি আর অত্যাচারের ব্যথা,
যার উপরে জুলুম করে বুঝে ধ্বংসে হেথা।
পাক কোরআন লেখা আছে জুলুম কারীর সন্ধি,
সমান পাপে মাথা ভারী হবে জবানবন্দী।
দৃষ্টি চোখের আড়ালে ঐ হাতু, রাবু, হাউনে,
আরো আছে হেদায়েত হীন হিয়াদ মস্তক ডাউনে।
এরা কি আর সকল সভ্যে ঐ মানুষের কাতারে,
দৃষ্টি গোচর আর কতকাল থাকবে ওদের মাথারে।