আমার বন্ধু আমার বাপরে ঠ্যাং এর গিরা ভাঙতে চায়,
সেই বন্ধু কী? আমার বন্ধু, বন্ধু করে রাখে হায়?
এমন বন্ধুর সাথে আমার থাকে আবার রিলেশন,
কেমন সন্তান হলাম আমি মস্তক নাকি? অচেতন।
আমার বাপের মান হানি হয় সম্মান দেখাই সকলে,
লোককে বুঝাই বাপ যে পাগল সম্মান আমার দখলে।
আমি কেমন বাবা হলাম সন্তান দাবি তোলা হয়,
কেমন খেলা জগৎ মেলা জীবন সংসার পরিচয়।
মায়ের রান্না অভক্তি যার সে কি মায়ের সন্তান নয়?
বউয়ের রান্না রসের গোল্লা মায়ের রান্না ছিছি ময়।
মায়ের হাতে রান্না গুলো দেখলে আসে ঘিন,
সে কি মায়ের সন্তান নাকি খায়নি খাবার কোনোদিন।
ছেলে চালায় মোটর সাইকেল বাপকে ঘেন্নায় উঠায় না
সে বাপকি জন্ম দেয়নি কপালে তার জুটায় না।
পাশের বাড়ি ভন্ড মাস্টার মারে যেনো পিছে তেল,
মিথ্যা সাক্ষীর জেল খেটেছে ভণ্ডামি তার মুখের খেল।
এই সমাজে চলতে গেলে পথে চলে নানা রূপ,
উপরে তার এক সুরূতে ভিতের দেয় নানা ডুব।