আমার মায়ের মুখের কথা এমন মধুর ভাই,
শুনে আমার হৃদয় গলে এমন যে আর নাই।
মায়ের থেকে কুড়িয়ে পেলাম মাতৃভাষার ধন,
বলি লিখি যা-ই করি তাতে ধরে মন।
চাষার ভাষা চাষীর ভাষা কামার কুমার জেলে,
অনর্গল যে বলতে থাকে মায়ের বুলি পেলে।
চর্যাপদের পুস্তক থেকে বাংলা আমার সৃষ্টি,
তারও আগে বাংলা মুখে ছিলো অঞ্চল দৃষ্টি।
বাংলার সাথে যুক্ত হলো বিদেশী সব ভাষা,
খাটি বাংলা শব্দ আমার না হারানোর আশা।
বাংলায় বলি বাংলায় লিখি বাংলায় করি ভাব,
বাংলার সাথে সন্ধি করি খেয়ে থাকি খাপ।
বাংলা আমার মুখের ভাষা বাংলা আমার বোল,
কেউ পারেনি কাইরা নিতে করে শোরগোল।
বাংলা ভাষার নানান যে রুপ অঞ্চল ভেদে চলে,
শুনলে আমার মন কেড়েছে যখন তারা বলে।
হাজার কবির মনের ভাষা ফুটে উঠে ব্যক্ত
এত রকম সাজিয়ে তুলে কোথায় আছে দেখ তো?
রুপে সাজায় গুণে ছড়ায় সাজিয়ে ভরে মনে,
হাজার মনের কথা শুনি দাঁড়িয়ে একুশ ক্ষণে।