মাটির প্রদাহ থেকে বেরিয়ে এসেছে সৃষ্টির নৈপুণ্য,
ভেদ করে ফুটে ওঠে আবছায়া মূর্ত দূর্বল আকার,
কুঞ্জবন থেকে দ্রুম কোলাকুলি করে জীবন্ত উষসী
নীহার ছুঁয়েছে দূর্বার তরুণ প্রজন্মে সম্প্রতি শরীর।
মাটির গোড়ায় নেই বিরক্ত জুড়ান জাবনা অভাব
জলঘোলা নেই আর ক্লোরোফিল নিয়ে সংশয় দিবস,
সৃষ্টির জীবন্ত প্রাণ জেগেছে আবার আগামী আয়েন্দা
বাংলার প্রকৃতি ধরে মার্জিত শোভায় প্রীতির সরস।
স্নেহশীল স্বপ্নবোধ নিয়ে যায় দূরে বাঁচার সংগ্রামে
যৌবনে আঠারো ফিরে দ্রুম সম্পৃক্ততা স্বপ্নীল সুঠামে,
বীজকণা থেকে সৃষ্টি আগামীর শিশু কিশোর কিশোরী
বেড়ে উঠে ফুরফুরে মেজাজে ছড়ায় শাবকে কাঠামে।_*