নদীর তাজা ইলিশ মাঠের তাজা সবজি
ফুরফুরে করে দেয় বাঙালির মনে প্রাণে,
বাঙালি খাবার খেয়ে বেড়ে উঠা জনগণ
ফুলের সুগন্ধ থেকে উদাসী করায় ধ্যানে।
রূপসী বাংলার কাছে কিসের অভাব হয়?
বৃক্ষ সৃষ্টি হয় গেছে কৃত্রিম সার বিহীন,
তরুলতা জেগে ওঠে জোড়ালো পুষ্টির থেকে
পাখিদের ওড়াউড়ি দিগন্ত করে স্বাধীন।
জেলে নৌকা নিয়ে যায় অদৃশ্য সীমান্ত ছুঁয়ে
ঢেউয়ে ঢেউয়ে ভেসে জেলে সময় কাটায়,
দুর্বার সাহসিকতা দুর্বল করে না কারো
জীবন জীবিকা থেকে বাঙালি আনন্দ পায়।
চাষীর মাঠের কাছে প্রজাপতি উড়াউড়ি
চোখের প্রশান্তি আনে পড়ন্ত বিকেল পরা,
তৃণলতা মাথা মুড়ে পশুর খেয়েছে চড়া
বৈচিত্র্য তুলে করছে বৈচিত্র্য করে ইশারা।
ভাষা আন্দোলন
বাঙালি হলো জননী মুখে বাঙালির ভাষা
অফিসে দিবে না ঠাঁই এই কোন মুসিবত,
আবুল কাশেমে সৃষ্ট তমুদ্দিন মজলিস
ধীরেন্দ্রনাথ দত্তের জাগরণী জনমত।
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ