পলাশ ফুলের গালিচা রঙেতে,
লিখেছি হরফে বীরত্ব গাথা।
বাংলার মাটি লহু সিঞ্চিত,
ছিন্ন করেছি শত্রুর মাথা।
গাছের পাতায় দোলে মৃদু আশা,
জল ধারাতেই বয়ে আসে প্রাণ,
স্বাধীনতার ডাকে সাড়া উল্লাসে
বুক ফেটে উঠে বাঙালির গান।
জননীর আজ ভরে গেছে স্নেহে;
স্বাধীনতার আলো জ্বলে টলমল,
সবুজ শাড়ির লাল পাড় ধরে,
বাংলার রূপে সেজেছে আঙল।
জয় বাংলার, জয় উৎসবে,
এগিয়ে চলুক সোনার বাংলা,
তোমাদের ঋণে গড়ছে এ মাটি,
গলায় পরেছি মুক্তির মালা।