এই প্রকৃতির/ দরজা চিনেছি/ বহমান ঢেউ
এখানে ওখানে/ ঘুরে ঘুরে চলে/ আদিম নেশায়,
শেকড়ের সাথে/ তরুলতা ঘাস/ বৃক্ষ জাগছে
সবুজ শ্যামলে/ বংশ চেনাতে / সৃষ্টি মেশায়।
রোদের খরায়/ শিশির ছোঁয়ায়/ নদীর ভাঙনে
সবকিছু যেন/ বন্ধু শত্রু/ জীবন যুদ্ধে/ টেকা,
দুই হাত মেলে/ বাংলায় ঢালে/ ঋতু চক্রে
দুষ্টু লোকের/ খুব আচরণে / সে অবরুদ্ধে দেখা।
তোমার শেকড়/ চিরতরে তাজা/ ফুরফুরে হয়ে/ উঠে
কৃত্রিম জলে / ভাসাতে হয়না/ তুমি মজবুত
এই তরুলতা/ ঘাসের শরীর/ শক্তির দোর
বৃক্ষের গোড়া/ কত উর্বর/ তোমার সুরত।
ভুলতে চাইনা এই দুরন্ত আঁকা বাঁকা পথে
বড় সাধ আজ/ সারটা বাংলা/ ঘুরে ঘুরে দেখা,
যত দেখি এই/ আদিম নেশায়/ আসক্ত করে
যেখানে পড়েছে/ জীবনের ছাপ/ পায়ের ও রেখা।
গ্রামের চিত্র/ কখনোই নয়/ ছোট করে দেখা
শেকড়ের থেকে/ বৃক্ষের ফুল/ সুন্দর নয়
তাহলে তোমাকে/ ছোট লোক বলে/ চিহ্নিত করা
চির সুন্দর/ এই পল্লীর / কমতির নয়।
বনের দোয়েল/ কাছে চলে আসে/ ভালোবাসা পেলে
শালিক টিয়ার/ ভয় হীন মনে/ কাছে চলে আসে,
আমাকে দেখেছে/ ইচ্ছা আমার/ পাখির মতোই