এমন স্বদেশ চাই আহ্ ডাকে কোলাহল
পাখিরা গাইছে গান; ফসলে ভরছে মাঠ,
নদী ভর্তি মাছে আর বাগানে ফুটছে ফুল
মানুষে মানুষে মিল জাতি-বন্ধনে অটুট।
আহা সবুজে সবুজে ঢাকা বিস্তীর্ণ অঞ্চল
কোথাও নেই জঞ্জাল ভাঙচুর নাই নাই,
পথের বাধা বিপত্তি; কভু নাই কভু নাই
বাঙালি বাঙালি যেন; আছি মোরা ভাই ভাই।
চেতনা রয়েছে যেন; তার উজ্জীবিত মন
এগিয়ে যাবার চেষ্টা কারো থামেনা যখন,
এমন স্বদেশ চাই হলো সুন্দর জীবন
ভালোবাসা দিয়ে উঠে তার ফুরফুরে মন।
চাষার সোনালী স্বপ্নে মাঠে ভরে যায় মন
প্রজাপতি মেলা বসা দেখি গোধূলি লগন,
চাষার স্বপ্নে উঠেছে ঘুরে নতুন স্বদেশ
শ্রমিকের স্বপ্নদ্রষ্টা আজ বসছে আসন।
বাঙালি বাঙালি যেন জাতি মানব দরদী
ঝগড়া বিবাদ নেই যথা বাঁধন মিলাই,
সকলের তরে যেন; হয়ে সকলে বিলায়
ভালো আছে জনে জনে রিক্ত হৃদয় খিলাই।
আত্মপরিচয়
নদীরো যে কথা আছে নিরব ভাষায়
তুমি কি বুঝতে পারো? নদী কী বলছে?
পাখিরো যে কথা আছে বন বাগিচায়
তুমি কি জানতে চাও কে কোথা গলছে।
ফুলেরো যে কথা আছে চুপিচুপি সারে
কেমন মনের ব্যক্ত কেমন কী করে?
গাছেরো যে কথা আছে বন্ধুর খাতিরে
বুঝতে পেরেছো কভু একটি ও বারে।
নদীরো স্বপ্ন রয়েছে তোমাদের মত
তোমারো হৃদয় আছে রয়েছে নদীরো,
পাখির স্বপ্ন কেমন জানতে কি চাও?
গাছের স্বপ্ন কেমন জানতে কি পারো?
বাংলাদেশ
এই সমারোহ থেকে আমার অস্তিত্ব পূর্ণতা পেয়েছে
আমার স্বপ্নের সাধ আমার সংকটে সমাধান দেয়,
সবুজ শ্যামল জুড়ে উত্তম একটা জীবন দিয়েছে
ক্লান্তি মুছে যায় লগ্নে যদি নিমিষেই সান্নিধ্য তা পায়।
এই যে আশ্রয় তল এই মাতৃভূমি যত সংগ্রামের
ব্রিটিশের হাতে মৃত্যু বাঙালি মায়ের কত তাজা প্রাণ,
রুদ্ধশ্বাসে যুদ্ধ হতো এই বাংলাদেশ আমাদের হতে
পাকের থেকে স্বাধীন হয়েছি আমরা ত্যাগ সমীয়ান।
যুগে যুগে কত লোক স্বাধীনতা চেয়ে মরলো এদেশে
তাদের রক্তে রঞ্জিত এই পতাকার প্রতিটি খোদাই,
নতুন প্রজন্ম এসে এই বাংলাদেশ যখন পেয়েছি
সততা নিষ্ঠার সঙ্গে শহীদি রক্তের সম্মান জানাই।
দেশের তরেই যারা যুগে যুগে দিলো আত্ন বলিদান,
তাদের জন্য আজকে বিশ্বের পাতার জানাশোনা হয়,
যে শেকড় অস্বীকার ইতিহাস মুছে বেইমানি আনে
এই সবুজে বাংলার প্রতিটি কদমে অপমান হয়।
এই নদী কোলাহলে মুখরিত করে আমার জানায়,
এই বন ভালোবেসে আমাকে শেখায় প্রেয়সীর ঘেরা,
এই মাঠ ফুলে ফুলে উঠিয়ে দেখায় বুকের সক্ষম
এই গোধূলি লগনে আমাকে শেখায় রাতে ঘরে ফেরা।
একাত্তরে নয়মাসে সকল সংগ্রামী সকল শহীদ
বার বার মনে পড়ে জীবনের মূল্য আর অবদান,
এই বাগানে ফুলেল মুক্ত মনে ফোটে তোমাদের জন্য
বাংলার আকাশ মুক্ত যাদের ত্যাগেই আর বলিদান।
স্বাধীন ফিরেছে দেশে জনতার হবে স্বস্তির নিঃশ্বাস
শান্তি শৃঙ্খলা থাকবে বিদ্বেষ থামিয়ে একসাথে বাঁচা,
বিশ্বের সুখী দেশের কাতারে আমরা চিরকাল হবো
এই বাঙালির দাবি সাধারণ মুখে উপেক্ষিত আশা।
অপরূপ সৌন্দর্য
বাংলার আকাশ যেন; আহা কি সুন্দর
প্রজাপতি উড়ে উড়ে দিগন্ত হারায়,
বাংলার সবুজ যেন; আহা অমলিন
চাইলে যে কাছে পায়; হাতটা বাড়ায়।
বাংলার নারী অপূর্ব এক কারুকার্য
আহা কি সুন্দর পানে নয়ন হারায়,
সবুজ তরু লতায় ঢেব ঢেব চায়
প্রেমিক তাকাতে বুঝি ভুল নাকি হয়?
বাংলার মাটিতো যেন শীতল পাটির
একবার পিঠ লাগে নিদ্রায় আনায়,
বাংলার জল মধুরে তৃষ্ণার্ত মেটায়