আমি স্বপ্ন দেখি হুম,একদিন মুছে যাবে বাঙালির দুঃখ,
মুছে যাবে অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ক্লান্তি, অস্থিরতা রুক্ষ।
আমি স্বপ্ন দেখি ভাই, একদিন দূর হবে বিদ্বেষ পোষণ,
দূর হবে অন্ধকার বিশ্রী, অকল্যাণ সুর করে না গ্রহণ।
আমি স্বপ্ন দেখি কত, রাজনীতি ভুলে গিয়ে বাঁচবে সকলে,
দেশের কল্যাণ নিয়া, একত্রে ভাববে জাতি! বিভেদও ভুলে।
একদিন গর্ব করে, ফিরবে সবাই যারা; দেশ ছেড়ে গেছে
উন্নত সাধের টানে, একদিন যারা গেলো আসবে যে শেষে।
ইউরোপ থেকে সেরা, এই কেন্দ্রস্থল ভূমি হবে শান্তিপূর্ণ
অপেক্ষা করছি যেন ,এই মনপ্রাণে দেশ সেই দিন কবে?
পৃথিবীর সভ্য জাতি , হবে বাঙালি অস্তিত্বে মানবতা জুড়ে।
স্বপ্ন আমার জাগ্রত, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে আমাদের জাতি
আমার আকাঙ্ক্ষা যেন, একদিন কেউ এসে পূরণ করবে
সেইদিন কতদূর, কে জানে হয়তো, দূরে অপেক্ষায় আছি।
উক্ত কবিতার মাত্রা ভাগ, ৮+৮+৬
আমি স্বপ্ন দেখি হুম,/ একদিন মুছে যাবে /বাঙালির দুঃখ/