তেরোটি বছর পূর্ণ কবিতার প্লাটফর্মে
বাংলা কবিতা প্লটে শ্রেষ্ঠ ওয়েবসাইটে,
প্রাত্যহিক কত কবি, কবিতার ভাষা নিয়ে
উপস্থিত সৃষ্টি করে,এক কাব্যের গাইড।
যুগের পূর্তি পেরিয়ে আগামী এ প্লাটফর্ম
রসের টইটম্বুর মাধুরী মিশানো কথ্য,
এই ওয়েবসাইট ঝুলিতে কাব্য গাঁথুনি
নিজস্ব সংস্কৃতি পাই পেয়েছি দিগন্ত তথ্য।
এই ওয়েবসাইটে পেটের ভেতর জমা
হাজার কবির কথা হাজার চিত্তের স্নান,
নিজের মত কাব্যিক ভাষায় মত প্রকাশ
এখানে কবিতা কবি, অনন্য তা শীর্ষস্থান।
আমরা হয়তো কবি নয়তো কবি ও নয়
নতুন প্রযুক্তি দিয়ে কবিতা এনালাইস,
আমাদের কালি হীন কলমে এক খোঁচায়
লিখতে লিখতে পায়, যে কবিতার ধাঁইচ।
বিশ্বের কাছ পৌঁছেছে সোনার বাংলার কথা
সৃষ্টির বিকাশে এই লেখার স্থান করায়,
মহৎ উদ্দেশ্য তৈরি এই ওয়েবসাইট
পল্লব আশফাকুর,কবির কৃতজ্ঞতায়।
কবিতার প্লাটফর্ম এই বাংলা কবিতার
এক যুগ শেষ করে নব মাইল ফলক
এগিয়ে যাওয়া পথে জানাই অভিনন্দন!!
সমৃদ্ধ রচনা হোক হে কবিতার আলোক।