বাংলা মায়ের সন্তান বড় স্বার্থ খেলায় মাতে,
নিজের উপর ষোল আনা ধার পরেরা ভুগছে ভাতে।
উপর তলায় উঠে যদি যায় নীচকে করছে ঘৃণা,
এই কি আমার বাংলা মায়ের সন্তান রূপে চিনা।
বাংলা মায়ের সন্তানে বড়! আজব খবর জানে,
নিজের বেলায় ধোঁয়ায় তুলসী পরকে ধরছে গানে।
বাংলাদেশের মানুষে হে ভাই অনেক নাটক জানে,
অনেক চালাক এই বাঙ্গালী সবলকে পীর মানে।
বাংলা মায়ের সন্তান আহা মুখের উপর শুদ্ধ,
কাজে কাজে ভাই ঠকিয়ে তোমার লাগিয়ে রাখবে যুদ্ধ।
নিজের যায়গা পাকাপাকি হয় তুচ্ছ তোমার দিক,
এই বাঙালির জাতে মাতাল সে আর তালে তালে ঠিক।
সত্যকে ভাই মিথ্যা বানায় মিথ্যাকে করে সত্য,
নিজের স্বার্থে সত্য লুকাতে দ্বিধা করে না সে তথ্য।
এই বাংলায় কলুষিত করে থাকবে কেনোই জন,
এই বাংলার মানুষ- স্বচ্ছ দিয়েছি প্রজ্ঞাপন।
যাদের ভিতরে দুর্নীতি আর কলুষিত টান,
প্রকৃত বাঙালি হতে পারে না সে পর সন্তান।