যে রাজনীতিতে দমন পীড়ন চলে,
আমাকে পাবে না কভুও এমন দলে।
যেখানে রোপিত হয় হিংসার বীজ,
নিজ উদ্যোগে ফিরে আসি সেই নিজ।

যেখানে সত্য হানাহানি ঠাঁই ধরে,
সেখানে বলেন কিভাবে থাকব পরে।
যেখানে সত্য জালেমেই পায় ঠাঁই
ওইখানে আর আমাকে পাবে না তাই।

যেখানে দলীয় প্রভাবে দেশটা কাঁপে,
দলীয় লোকের আয়নায় ছবি ছাপে
বিরোধী দলের দমন পীড়ন চলে,
সেখানে কেবল নিন্দার ক্ষোভ গলে।

হয়েছে যুদ্ধ মুক্তির দাবিতে দেশ,
লাখো বাঙালির জীবন হয়েছে শেষ।
বাঙালি বাঙালি ঐক্য জাতিতে গুণ,
নিজেরা নিজেরা করবে কেনোই খুন।


হায়নার ক্ষুধা বাঙালির হয় নারে,
বাঙালি মায়ের মমতা স্নেহের ধারে।
নোংরা চিন্তা দূষিত বিবেক বুদ্ধি ,
দরকার আজ কেবল আত্মশুদ্ধি।



-মুসা