দলে দলে জাতি বিভক্ত হয়ে
সত্য দিয়েছে ডুবিয়ে,
একাত্তরেই ঐক্য গড়েছি
শত্রুর মাথা চুবিয়ে।

বাঙালি বাঙালি ঐক্য ভেঙেছে
নিজেদের নিজে মারে,
পরাধীন থেকে স্বাধীন হলাম
এই জন্য কি আরে?

আমার অনেক দুঃখ জেগেছে
দেশ জনতার মুখে,
নিজের স্বার্থ উদ্ধার করে
বলে দেশ আছে সুখে।

আমার দেশের মানুষ ভালো না
মানুষ অনেক পাজি,
দ্বন্দ্বের সাথে করেন সন্ধি
সত্যের কারসাজি।