এগিয়ে যাও বাংলাদেশ এগিয়ে যাও
আছে চেতনা আছে সাহস এগিয়ে যেতে,
আমরা আছি কোটি বাঙালি আশায় বুক বেঁধে
পারবে তুমি জয় নোঙরে পেীছে দিতে................
খেলার মাঠে হরিণ চোখে তাকিয়ে আছে
কত জনেই টিভির মুখে রেডিও দিলো কান,
কত মানুষ মোবাইলে যে খবর নিয়ে কষে
ফুটবে যেন জয়ের হাসি আছে অপেক্ষমাণ।
সাহসী সেই মাশরাফি যা এনে দিয়েছে
এগিয়ে দিলো জয় সূচক দেশের ঘরে,
সাহসী সেই মুস্তাফিজ কাটার দিয়ে
যে কোনো দল দিয়েছে কাবু করে।
সাকিব যেন বটবৃক্ষ দেশ ভরসা মুখে
সাহসী চাই আরো নতুন এগিয়ে নিতে,