করেছি ওদের বাংলা ওয়াশ আমরা ধরেছি হাল,
লাল সবুজের পতাকা উড়ছে নেট দুনিয়ার জাল,
স্বাধীন হয়েছি একাত্তরেই প্রাণ নিলো খুব কেড়ে
সেখান থেকেই জয় বাংলার পেয়েছি নিজের ঢাল।
বাংলার ওরা অদম্য সেই টাটকা সবুজ প্রাণ
কোন ছাড় নাই জয় ছিনে পাই থাকুক শক্তি -চেয়ে,
খুশি হয়ে যায় শহীদ আমার ঘুম থেকে যায় জেগে
জাতির জনক খুশি হয়েছেন জয়ের খবর পেয়ে।
মাঠে উল্লাস ঘাটে উল্লাস উল্লাস ফাটা দম
সবুজ শ্যামায় দেখে উল্লাস তার আছে নাকি কম
টিভির পর্দা কাঁপে উল্লাসে গর্বে ভরায় বুক
উল্লাসে হয়ে নামে ফেসবুক পোস্টর থমথম।
শিশু উল্লাসে বুড়ো উল্লাসে এক হয়ে গেছে দল
মায় উল্লাসে বাবা উল্লাসে কথা হারা হলো মুখ
কানায় কানায় উল্লাস নিয়ে নামে জনতার ঢল
উল্লাস আসে বেদনা হারিয়ে ধরা দিলো বুঝি সুখ।