স্বাধীনতা কিনে আনছি রক্ত জীবন দিয়ে,
স্বাধীনতা কোন চাটুকার খাচ্ছে পিয়ে পিয়ে।
চারিদিকে অনিয়মের পরাধীনেই ভরা,
আজো কেনও জাতির মাঝে স্বাধীনতার খরা।
ক্ষমতা যার স্বাধীন তিনি বাকি সবাই তুচ্ছ,
যুদ্ধের কালে বৈষম্য তে হয়নি দলের গুচ্ছ।
গনতন্ত্র ভোটের আগে পরে দলীয় তন্ত্র,
স্বাধীনতা মুখে থাকে কাজে অন্য মন্ত্র।
রাস্তা থেকে শহর নগর ঐ ক্ষমতায় বন্দি,
স্বাধীনতা তাদের সাথে করছে নাকি সন্ধি।