এই নদী জল ঢেলে প্রাণবন্ত দেয় ঘাসের শরীর
এই মাটি গুণ থেকে সন্তানকে পালে যত্নের সহিত,
এই মাঠ ফুল থেকে ফসল দিয়েছে স্বস্তিতে নিবিড়
এই কূল চোখ টেনে, যায় বহুদূর মাখন মোহিত।
এই আকাশের চেয়ে, সমৃদ্ধ আকাশ কোথাও কি আছে??
এই বাতাস শরীরে ছোঁয়ালে যখন ক্লান্তি ছেড়ে যায়,
এই শিশির সৌন্দর্যে সুরঞ্জিত করে জীবন্ত সকাল
ঘনঘটা কুয়াশার ঢাকা গ্রামাঞ্চলে লুকোচুরি বায়।
এই সাগর সৈকতে দূরত্ব দেখায় বহুদূর যাই-
এই রোদ ধান শুকে উচ্ছ্বসিত করে চাষীদের মন,
এই পাখির গুঞ্জনে সারা বন জেগে উদ্দীপ্ত সজীবে
ঘুম থেকে জেগে উঠে প্রাণীর নিদ্রায় করে আলাপন।
এই পথ চিরচেনা মাতৃকার ছায়া করে আলিঙ্গন
এই প্রকৃতির ঘরে আমার লুকানো নিস্তেজ শৈশব,
আমার চঞ্চল উদিত নতুন আঙ্গিকে জীবনের সাধ
এই বাংলার সমস্ত পরিবেশ যেন মনের গৌরব।
এই প্রকৃতির ঘরে আমার অস্তিত্ব মিশে আছে ঢেলে!
যেখানে গিয়েছে চোখ প্রশান্তি ছড়ায় জুড়িয়ে শরীর,
এক ঢালা সৌন্দর্যে রং লীলাভূমি ঘরে ভরপুর হয়ে
আমাকে করে আত্নীয় আমাকে নিয়েছে মনের গভীর।
এই ভূমি শ্রেষ্ঠ জানি এই মাঠ শ্রেষ্ঠ রত্ন উপাদানে
এই দেশ শ্রেষ্ঠ দেশ পৃথিবীর ঘরে মানবের জোটে,
আমাকে করে কোমল স্বতন্ত্র বিশ্বাসে যুগ যুগ ধরে
এই বাংলার মাটিতে স্বাস্থ্যবান ফুল সৌন্দর্যের ভোটে।