এই জনতার আজ চোখ খোলা,
এই জনতার আজ কান খোলা।
হাঁটে না পিছপা কঠিন আঘাতে
প্রতিরোধ তোলে তার নিজ হাতে।
এই বাঙালি সে সংগ্রাম জানে,
কান খোলা মন আর জান খোলা
এই জাতি নয় সে আত্মভোলা।
লড়তে ও জানে সরতে ও জানে,
নির্ভিক হয়ে সে জয়কে আনে।
উঠবে যখন ছুটবে যখন
এই বাঙালিরা থামে কী তখন।
যুগ যুগ ধরে এই জনতার ঢল,
দাবিদাওয়াতে থাকে অবিচল...
বাঙালি হায়না একথা যায় না
বাঙালি সভ্য জাতিতে নব্য
বাঙালি চেতনা রক্তেই কেনা