ছেলে করে আকাম কুকাম
বাবা দেয় রে সায়,
সংঘ জুতে অনেক ভালো
কেউ নেবেনা দায়।
একটা দোষ কে চাপা দিতে
করে আরেক নাটক,
পাড়াপড়শী কানা বানায়
বুদ্ধির বড় পাঠক।
সাথে আছে তার ভাতিজা
বড় ভাইয়ের ভাবি,
মিথ্যা ছড়ায় ভাইরাস হয়ে
হুজুর সুরুত চাবি।
উপর লেভেল হাত রেখেছে
আইন কিনছে ঘরে,
কোন বেটা রে সাহস আছে
হাত কড়াতে ধরে।
দেশে থাকতে চুরি করতো
সুযোগ পাইতো যদি,
খায়নি ধরা তাইতো সে এক
ফেরেস্তার এক নদী।
প্রবাস গিয়ে টাকা কামায়
গুন্ড করে বাও,
মানুষ মারার ষড়যন্ত্রে
চড়ে শালায় নাও।
বারো বছর পরে এবার
দেশে এলো ফিরে,
বিয়ে করছে কাল নাগিনী
ফোঁস ফোঁস করে ঘিরে।
বাবা করে নামাজ রোজা
প্রশ্ন করি তার,
এই নামাজে ফয়দা হবে
একটু খানি আর?