সত্যের দেহ বিক্ষত শকুনি মামার চক্রে
তবু ঈশ্বর দেখে না ঈশ্বরে দৃষ্টিগোচর,
বিচার হয়না তার, ঘুমে আচ্ছন্ন ঈশ্বর
আস্থাহীনতা ঈশ্বর কোথায় থাকে ঈশ্বর?
সত্যের বাহক যিনি ন্যায়ের পক্ষে ঈশ্বর
অপরাধী কেনো হচ্ছে? হায়! এত রিষ্ট পুষ্ট?
অন্যায়ে সামিল হয়ে অন্যায়ে করে প্রশ্রয়,
ঈশ্বর দেখে না কেনো? হিংস্রতা মানব দুষ্ট।
তবে ঈশ্বর নিখোঁজ! কিসের সত্যের ধার
দূর্বলে আঘাতে আসে তিলে তিলে ক্ষয়ে যায়!
অত্যাচারি দিনে দিনে শক্তির মাত্রা বাড়ায়
আস্থা যুক্ত ঈশ্বরের এখন আস্থা কোথায়?