তোমার আগামী মনে আমাকে আসন দাও
নির্বাসন দাও সেই হৃদয় প্রাচীর থেকে,
সমস্ত পৃথিবী ঘেঁটে তবে উদ্ধার করো
বাতাবরণ বান্ধব ছিন্ন এক করে দাও ....।
তোমার চোখের কোণে আমাকে জড়িয়ে রাখো
একমাত্র অবলম্বন হল দেখা বা অদেখা,
সমস্ত কেটে আমাকে তোমার-মধ্যে রাখো
আমাকে তোমার জীবনে একটি অংশ বানাও
তোমার মনের ঘরে আমাকে বসিয়ে দাও
নিঃশ্বাসে আশ্রয় নিই তোমার আশ্রয় কেন্দ্রে,
আমাকে তোমার হাতে পাও গোলাম বানাও
যেই দপ্তরে কৃত্যক আমাকে বিশ্বস্ত করো
আমার খালি ঘরের ফুলের সিট বসাও
আয়োজনে উপলক্ষ্য বিশেষ প্রস্তুতি নিয়ে
আমাকে তার পূরণ করার সুযোগ দাও
আমার একা থাকার বিষাদ বিচূর্ণ করো...
ইতিহাস ফেলে টেনে ভবিষ্যতে সম্ভাবন
শুধু আমাকে সেখানে দুয়ারে আশ্রয় দিন
আমার সাথে থাকার দরজা কপাট খুলে
তোমার সমস্ত অঙ্গে আমাকে আশ্রয় দাও
মনের ঝড় তুফান থামিয়ে স্বর্গ নামাও
তোমার পায়ের শব্দে সুবতাস-ফুটুক
আমাকে নতুন করে হাসার উচ্ছ্বাস আনে
নির্বাসন থেকে সেই তোমার আসন দাও