কত আসবে কত হারাবে আসা যাওয়া
এখান থেকে যদি বা কিছু সৃষ্টি হয়!
এইতো পথ চলেছে সাড়া পথ কিনারা
যদি সেখানে ধুয়ে মুছেই বৃষ্টি হয়।
আসার পথ রেখেছি খোলা যেতে রেখেছি
দরজা খোলা আসবে যাবে,
ভালোবাসবে ঘৃণা করবে কেউ ফিরবে
নাহি ফিরবে শুধু এভাবে।
হুট করেই কেউ আসবে হুট করেই
হারিয়ে যাবে নয়ন কূলে,
যেতে বলছো ছেড়ে যাওনা তবু যাবে না
তাদের কেনে গিয়েছো ভুলে।
পথ কিনারা রয়েছে পথে নানান মতে
চলছে লোকে নিজের মনে,
কেউ শুনে না কেউর কথা নিজে ব্যস্ত
হয়ে ন্যস্ত সময় গোনে।