আসছে তুফান আসছে মোখা,
রোদ খরাতে করলি বোকা
ছাড়াবে আজ তরুর ঘুমান,
আসছে তেড়ে পাগলা তুফান...........
ভাঙবে রে তোর দেহের মাতি
মারেব থাপ্পর ছুড়বে লাথি
ভাঙবে রে তরে অঙ্গ ডালা
উড়িয়ে নেবে ঘরের চালা...........
আসছে তেড়ে আসছে তুফান
জলোচ্ছ্বাসে দেবে চুবান
করবে তোর এলো মেলো
বুঝবি তখন কদিন গেলো.........
আসছে তুফান আসছে মোখা
রোদ দিয়ে খুব করলি ধোঁকা
কোথায় রে তোর মাঝি মাল্লা
বাহুবলে জাগাও পাল্লা..............
এই মানুষই দুর্বল দেহে
ক্ষুধার জ্বালা পরে বেয়ে
ওই হুশিয়ার ওই হুশিয়ার
প্রাণী কূলেই জানা এবার......
শক্ত পায়ে দাঁড়াও পায়ে
যেমন তোমার রাখে মায়ে
বাঁচতে হবে বাঁচতে হবে
যুদ্ধ করে বাঁচতে হবে..........