যে সুস্থ থেকে রোজা পেয়ে রাখলো না কে রোজা,
আরে দেখবে শুধু অপকর্ম হাসবে পাপের বোঝা।
ঐ দুনিয়াতে কল্যাণ থেকে সকল থাকবে বিরত,
যে চায়না আল্লাহ নাফরমানি চলুক অবিরত।
ঐ প্রথম আসে রহমতের খোদার যে সন্তুষ্টি,
যে বরকত এসে পূর্ণ করায় ঢালে রিজিক বৃষ্টি।
যে মাগফেরাতে উঠে দুহাত খুশি আল্লাহ নবী
ঐ নাজাত এসে মাপ করে যায় শুদ্ধি হচ্ছে ছবি।
আর রোজা রাখার অজুহাত দেয় দেখালে মনগড়া
ঐ তাদের জন্য আল্লাহ বেজার লাগাবে হাত কড়া।
হায় মুসলমান গরু খাওয়ার কোরবানি দাও ঠিক
রোজা এলে তাও চিনো না কাবা মুখের দিক।
হায়রে কিছু ওই মুসলমান ইসলাম নিয়ে খেলো,
নাইরে নামাজ নাইরে রোজা ফতোয়া লই ঠেলো।
-