বিশ্বাস আর বিশ্বস্ত/ যাকে মনে করো
সেও বিশ্বস্ত কেউ না/ ছোঁড়া আবরণে,
আপন বলতে কেউ/ প্রয়োজনে দ্যাখো
নিজের চেয়ে আপন/ কেউ না ভুবনে।
বিশ্বস্ত কাউকে বলে/ দিয়েছেন কাজ
পরের গুরুত্ব তার /তুচ্ছের উচ্ছাস,
নিজের দূরত্ব টুকু /নিজেই দৌড়ায়
পরের তুচ্ছতাচ্ছিল্য/ ভাবছে পিচাশ।
কারো উপর ভরসা/ হয় সর্বনাশা
নিজের বুদ্ধিতে নিজে/ যদি যাও ঠকে
ঠকতে ঠকতে যদি/ গন্তব্যে পৌঁছাও
জগৎ সংসারে তবে/ আপন বলো কে?